BY- Aajtak Bangla
20 April, 2025
স্নান করার অনেক গুরুত্ব রয়েছে শাস্ত্রমতে। এই স্নানের সঙ্গে জড়িয়ে আপনার ভাগ্য়।
জ্যোতিষ মতে, নিয়ম মেনে স্নান করলেই ধনী হতে পারবেন এবং দারিদ্রতা দূর হবে।
স্নানের জলে এমন কিছু জিনিস মেশাতে হবে, যা আপনার গ্রহগুলিকে শক্তিশালী করবে।
ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন। পাশাপাশি দারিদ্র ও সম্পদ-খ্যাতি বৃদ্ধি হবে।
বুধবার স্নানের জলে ২-৩ টি এলাচ দিয়ে দিন। সেই জলে স্নান করলে আপনার খারাপ সময় কেটে গিয়ে জীবনে সুখ-শান্তি বজায় থাকবে।
সোমবার জলে দুধ মিশিয়ে স্নান করুন। এটি করলে আপনি শান্তি পাবেন এবং মানসিক চাপ থেকে মুক্তি পাবেন।
বৃহস্পতিবার স্নানের জলে সামান্য হলুদ মিশিয়ে স্নান করা খুবই ভাল। এই প্রতিকার করলে কুণ্ডলীতে বৃহস্পতি শক্তিশালী হবে এবং আপনার সম্পদও বৃদ্ধি পাবে।
শনি ও মঙ্গলবার জলে লবণ মিশিয়ে স্নান করুন। এতে আপনার ভেতরের নেতিবাচক শক্তি দূর হবে। ইতিবাচক শক্তিতে শরীর ও মন খুশি থাকবে।
রবিবার এক চামচ লাল চন্দন স্নানের জলে মিশিয়ে নিন। এই জলে স্নান করলে আপনার দীর্ঘদিনের আটকে থাকা কোনও কাজ হয়ে যাবে