BY- Aajtak Bangla
বেলুড় মঠের দুর্গাপুজো মানেই এক অপার্থিব অনুভূতি। শ্রীরামকৃষ্ণ, মা সারদার পাশাপাশি দুর্গাপুজোর চারদিন অতিনিষ্ঠাভরে দুর্গাপুজো হয় বেলুড় মঠে।
জন্মাষ্টমীতে হয়ে গেল কাঠামো পুজো। বিরাট ধূমধাম নয়। ভক্তি ও নিষ্ঠায় মাতৃ আরাধনা হয় বেলুড় মঠে।
বেলুড় মঠ কর্তৃপক্ষ জানিয়েছে, পুজো ইউটিউবে সরাসরি সম্প্রচার করা হবে।
জেনে নেওয়া যাক বেলুড় মঠে এ বছর দুর্গাপুজোয় কখন কী পুজোয় কখন অঞ্জলি, কখন ভোগ বিতরণ ও সন্ধ্যা আরতি।
৮ অক্টোবর , মঙ্গলবার বোধন হবে সন্ধ্যা সাড়ে ৬ টায়। ৯ অক্টোবর বুধবার দেবীর কল্পারম্ভ হবে সকাল সাড়ে ৬ টায়। ওই দিনই দেবীর আমন্ত্রণ ও অধিবাস।
১০ অক্টোবর বৃহস্পতিবার সপ্তমী পুজো শুরু হবে ভোর সাড়ে ৫ টায়। ১১ অক্টোবর শুক্রবার হবে মহাষ্টমীর দেবী আরাধনা। মহা পুজো শুরু হবে শুরু হবে সকাল সাড়ে ৫ টায়।
এদিন কুমারী পুজো হবে সকাল ৯ টায়। এদিন সন্ধি পুজো হবে বেলা ১১ টা ৪৩ থেকে। শেষ হবে দুপুর ১২:৩১ এ।
১৩ অক্টোবর রবিবারই প্রতিমা বিসর্জন। দেবীর বিজয়ার পুজো শুরু হবে সকাল সাড়ে ৬ টায়।
প্রতিদিন শ্রী শ্রী মা দুর্গার ভোগারতির পর পুষ্পাঞ্জলি হবে। আর প্রতিদিনই সন্ধ্যা আরতি হবে শ্রী শ্রী ঠাকুরের আরতির পর।