07 Oct, 2024
BY- Aajtak Bangla
দুর্গাপুজোয় বাঙালির অন্যতম সেরা গন্তব্যগুলির মধ্যে একটি হল বেলুড় মঠ। বেলুড় মঠের দুর্গাপুজোয় নিষ্ঠা ও রীতিতে একচুলও খামতি থাকে না।
পুজোর চারটি দিন যাঁরা বেলুড় মঠে যাবেন ঠিক করছেন, তাঁদের জন্য রইল বেলুড় মঠের দুর্গা পুজোর নির্ঘণ্ট।
বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার বেলুড় মঠে পূজিতা হবেন মা দুর্গা।
এ বছর বেলুড় মঠে ৮ অক্টোবর , মঙ্গলবার বোধন হবে সন্ধ্যা সাড়ে ৬ টায়।
৯ অক্টোবর বুধবার দেবীর কল্পারম্ভ হবে সকাল সাড়ে ৬ টায়। ওই দিনই দেবীর আমন্ত্রণ ও অধিবাস হবে।
১০ অক্টোবর বৃহস্পতিবার সপ্তমী পুজো শুরু হবে ভোর সাড়ে ৫ টায়।
১১ অক্টোবর শুক্রবার হবে মহাষ্টমীর দেবী আরাধনা। মহা পুজো শুরু হবে শুরু হবে সকাল সাড়ে ৫ টায়।
ওই দিন কুমারী পুজো হবে সকাল ৯টায়। এদিন সন্ধি পুজো হবে বেলা ১১ টা ৪৩ থেকে। শেষ হবে দুপুর ১২:৩১ এ।
১২ অক্টোবর শনিবার মহানবমীর পুজো শুরু হবে। ভোর সাড়ে ৫ টায়।
১৩ অক্টোবর রবিবারই প্রতিমা বিসর্জন। দেবীর বিজয়ার পুজো শুরু হবে সকাল সাড়ে ৬ টায়। প্রতিমা নিরঞ্জন হবে বিকেলে।
বেলুড় মঠে ১৯০১ সালে দুর্গাপুজো শুরু করেছিলেন স্বামী বিবেকানন্দ। তারপর থেকে প্রতি বছর নিষ্ঠাভরে পুজো হয় বেলুড় মঠে।