21 January, 2024

BY- Aajtak Bangla

'রাম নাম' জপের মাহাত্ম্য জানলে চমকে উঠবেন

অযোধ্যায় রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার প্রস্তুতি তুঙ্গে। ২২ জানুয়ারির সেই বিশেষ মুহূর্তের দিকে তাকিয়ে অগণিত রামভক্তরা। 

আর বিশেষ মুহূর্তে বাঙালি হিন্দুদের মধ্যেও নতুন করে রামের মাহাত্ম্যের বিষয়ে সচেতনতার প্রসার হচ্ছে।

অনেকই রামের মাধ্যমে নিজের ধর্মীয় ঠিকানা খুঁজে নিচ্ছেন। এক্ষেত্রে উল্লেখ্য, শুধু মাত্র 'রাম' জপেই মিলতে পারে অভাবনীয় সাফল্য।

 লোকমতে রাম নাম জপ করলেই মিলতে পারে আশ্চর্য ইতিবাচক শক্তির সন্ধান।

জ্যোতিষীরা বলেন 'রাম' নামটি শরীর ও মনে ভিন্ন ধরণের প্রতিক্রিয়ার সৃষ্টি করে। 

এর মাধ্যমে আমাদের আধ্যাত্মিক শান্তি মেলে। 

শ্রীরামের প্রথম মহামন্ত্রই তার নিজের নাম। 'রাম' হল মুক্তি ও মোক্ষ লাভের মন্ত্র।

'রাম', 'রাম'... এভাবে রাম নাম জপ করলে আশ্চর্য্য ইতিবাচক শক্তি মেলে। 

সকাল-সন্ধ্যা ১০৮ বার 'রাম' নাম জপ করতে পারেন। লোকমতে, এই দুইটি শব্দের মধ্যেই সমগ্র মহাবিশ্ব রয়েছে।