15 May, 2025

BY- Aajtak Bangla

কাককে প্রতিদিন খেতে দেন, জানেন কীসের ইঙ্গিত?

বাড়িতে পাখি আসা খুবই সাধারণ বিষয়। আর সবচেয়ে বেশি দেখা যায় কাককেই।

অনেক বাড়ির ছাদে, জানলায় কাককে আসতে দেখা যায়।

কেউ কেউ কাককে বিস্কুট বা রুটির টুকরো দেন খেতে। তবে জানেন কি প্রতিদিন কাককে খেতে দেওয়া শুভ না অশুভ।

জ্যোতিষ মতে, প্রতিদিন কাককে খেতে দিলে শনি ও রাহুর কুদৃষ্টি অনেকটা কেটে যায়।

কাককে প্রতিদিন সকালবেলা একটা রুটি টুকরো টুকরো করে বাড়ির এক কোণে বা বাড়ির ছাদে দিতে হবে।

তবে অবশ্যই এটা লক্ষ্য রাখতে হবে যে, নিজে কিছু খাবার খাওয়ার আগে এই প্রক্রিয়াটি করতে হবে। রুটি সম্ভব না হলে মুড়ি বা বিস্কুট খাওয়ানো যেতে পারে।

কাককে খাওয়ালে বাড়িতে অফুরন্ত ধন-সম্পত্তি বৃদ্ধি পাবে।

কাককে খেতে দিলে অতিরিক্ত ঋণের বোঝা থেকে মুক্তি ঘটবে।

হঠাৎ কোনও বিপদ আসবে না। সংসারের কল্যাণ তথা সুখ-শান্তি বজায় থাকবে।

যদি রাশি চক্রে শনি ও রাহু ভাল অবস্থায় থাকে, তা হলে স্বাভাবিক ভাবেই জীবনে সমস্যা মুক্ত হবে।