12 April, 2024
BY- Aajtak Bangla
বাংলা সৌর ক্যালেন্ডারের প্রথম মাস বৈশাখের প্রথম দিনটিকে নববর্ষ, পয়লা বৈশাখ এবং পাহেলা বৈশাখের মতো বিভিন্ন নামে ভারতের অংশ ডাকা হয়।
গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে, বাংলা নববর্ষ সাধারণত ১৪ বা ১৫ এপ্রিল পড়ে।
পয়লা বৈশাখ মানেই লক্ষ্মী-গণেশের পুজো, হালখাতা, নতুন জামাকাপড়, মিষ্টি-ভুরিভোজে মজবে আপামর বাঙালি।
নববর্ষে অনেকে আবার ক্যালেন্ডার আর মিষ্টির প্যাকেট আনতে দোকানে দোকানে যান।
ক্যালেন্ডার তো আনবেন, কত সাল জানেন কি?
শনিবার, ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি এবং রবিবার ১৪ এপ্রিল পয়লা বৈশাখ।
এই বছর ১৪৩০-কে বিদায় জানিয়ে ১৪৩১-এ পা দেব আমরা।
বাংলা সনকে বলা হয় বাংলা সংবৎ বা বঙ্গাব্দ। তাই ১৪৩০ বঙ্গাব্দই লেখা হচ্ছে।