20 April, 2025

BY- Aajtak Bangla

নতুন বছরে কারা হবেন কোটিপতি? এই অক্ষর দিয়ে নাম শুরু হলেই মিলবে টাকার বৃষ্টি!

কিছু কিছু অক্ষর দিয়ে যাদের নাম শুরু, তাদের এই বাংলা বছরে প্রচুর অর্থ আয় হবে। দেদার কামাই হবে।

'অ' অক্ষরে নাম: নতুন বছর আপনার জন্য খুলে দেবে ব্যবসা ও ইনভেস্টমেন্টে বড় রিটার্নের দরজা।

'র' অক্ষরে নাম: আপনি পাবেন নতুন প্রজেক্টে সাফল্য, যার সঙ্গে আসবে মোটা অঙ্কের ইনকাম।

'স' অক্ষরে নাম: সৃজনশীল কাজ, মিডিয়া বা লেখালেখিতে হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা।

'ক' অক্ষরে নাম: বিদেশ সংযোগ থেকে টাকা আসতে পারে, ফ্রিল্যান্সিং বা ব্যবসায় লাভ।

'ন' অক্ষরে নাম: ব্যাংকিং, ফাইনান্স বা সরকারি চাকরিতে পদোন্নতি ও ইনসেনটিভের সুযোগ।

'ম' অক্ষরে নাম: জমি বা রিয়েল এস্টেট থেকে মিলতে পারে হিউজ রিটার্ন।

'ট' অক্ষরে নাম: পুরনো কোনো বিনিয়োগ এবার দেবে বড়ো রিটার্ন।

'ব' অক্ষরে নাম: পারিবারিক ব্যবসা বা হঠাৎ প্রাপ্তি আপনার লাইফ বদলে দেবে।

'চ' অক্ষরে নাম: লটারির ভাগ্য বা গোপন ইনকাম সোর্স থেকে হতে পারে বড় প্রাপ্তি।

'হ' অক্ষরে নাম: নতুন চাকরি, নতুন সুযোগ, আর্থিক উন্নতির পথে চলবেন আপনি।