BY- Aajtak Bangla

বাড়ির এই দিকে রাখুন সব গয়না, টাকা বাড়বে চারগুণ

14 DECEMBER, 2024

ভারতে বাস্তুশাস্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।

বাড়িতে মূল্যবান জিনিস ও অলঙ্কার সঠিক দিকে রাখলে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়।

ঘরে সঠিক জায়গায় জিনিস না রাখলে নানা সমস্যা হতে পারে। 

আপনি যদি চান ঘরে সুখ -সমৃদ্ধি বজায় থাকুক, তাহলে বাস্তু দিকে খেয়াল রাখুন। 

বাস্তু অনুসারে মূল্যবান অলঙ্কারগুলি বাড়ির সঠিক দিকে রাখতে হয়।

ঘরের দক্ষিণ-পশ্চিম দিকে লকার বা আলমারির মতো ভারী জিনিস রাখা শুভ। 

ওজনে ভারী হওয়ার কারণে আপনার লকার বা আলমারিতে গয়না দক্ষিণ দিকে রাখা উচিত।

এতে আপনার মূল্যবান অলঙ্কার ভাল থাকবে এবং বাড়িতে সম্পদ বৃদ্ধি পাবে।