4 March, 2024
BY- Aajtak Bangla
৬ মার্চ ফাল্গুন মাসের বিজয়া একাদশী। এই দিন করুন এই কাজ।
হিন্দু ধর্ম মতে এই দিনে উপোস করলে পাবেন অনেক উপকার।
হিন্দু ধর্মে এই দিনটা বিশেষ বলে মানা হয়। উপোসের পাশাপাশি এই দিনে মা তুলসীরও পুজো করা হয় ।
এই দিনে কাঁচা দুধ নিবেদন করতে হয় তুলসী গাছে। এটা শুভ বলে মনে করা হয় ।
বিবাহিত দম্পতিরা তুলসী গাছের সঙ্গে কলব বেঁধে তাদের সুখী জীবনের প্রার্থনা করেন।
সন্ধ্য়ায় অনেকেই তুলসি গাছের নিচে ঘি প্রদীপ জ্বালান এতে জীবনে আর্থিক সমস্য়া থাকে না ।
এই দিনে তুলসী মাতাকে নিবেদন করতে হয় লাল চুনরি ।
এই দিনে তুলসী পুজো করা খুব জরুরি কারন মা তুলসীকে শ্রী হরীর প্রিয় বলে মনে করা হয় ।