19th October, 2024
BY- Aajtak Bangla
পাখিকে ঘিরে প্রচলিত একাধিক বিশ্বাস। অনেকেই মনে করেন, এক শালিক দেখলে দিন খারাপ যায়।
কেউ কেউ মনে করেন বাড়িতে কাক আসা খুবই শুভ। পাখি নিয়ে একাধিক বিশ্বাস রয়েছে মানুষের মনে।
সেরকমই মনে করা হয়, কোনও পাখি মাথায় মলত্যাগ করলে নাকি তা শুভ লক্ষণ।
আপনি কোনও কাজের জন্য বাইরে বেড়োচ্ছেন আর হঠাৎই পাখি পায়খানা করে দিল।
আর মাথায় পায়খানা করলে তো আপনার পুরো দিনটাই বেকার হয়ে গেল।
কারণ আপনাকে আবার বাড়ি গিয়ে চুল ধুয়ে তবে বেড়োতে হবে।
কিন্তু বলা হয় পাখি মাথায় পায়খানা করলে তা নাকি সাফল্য ও অর্থ নিয়ে আসবে আপনার জীবনে।
যদিও এই ধারণা একেবারেই বিজ্ঞানসম্মত নয়। বহুদিন ধরে এই ভ্রান্ত বিশ্বাস চলে আসছে, যা মানুষ বিশ্বাস করে চলেছেন।
পাখির মলত্যাগের সঙ্গে শুভ-অশুভের আদৌ কোনও যোগসূত্র আছে কি না, তা জানা যায় না। কী ভাবেই এই কুসংস্কার প্রচলিত হল, তা-ও ঠিক ভাবে জানা যায়নি।
তবে বহু প্রাচীন পুঁথিতে উল্লেখ আছে যে, নির্দিষ্ট কিছু পশুপাখির সঙ্গে মানুষের ভাগ্য ঘুরে যাওয়ার সম্পর্ক আছে। তাই ভবিষ্যতের আশায়-আকাঙ্ক্ষায় এই ধরনের চিন্তাভাবনা জন্ম নেয় মানুষের মনে।