17 JULY, 2023
BY- Aajtak Bangla
কথায় আছে ভালোবাসা কোনও বাঁধ মনে না, ভালোবাসা অন্ধ হয়।
কিন্তু আপনারা কি জানেন কাউকে প্রবল আবেগ দিয়ে ভালোবাসার ফল ভয়ানক হতে পারে ?
আজকের দিনে ভালোবাসার সুখে বিরহের দুঃখ বেশি। প্রতিনিয়ত যে দিনে কত লোকের মন ভাঙছে তার ইয়ত্তা নেই।
জেনে নেওয়া যাক, কোন রাশির ব্যাক্তিরা ব্রেকআপ সহজে মেনে নিতে পারেন না।
মীন - এই রাশির জাতকরা তাদের সঙ্গীকে ঠকায় না, তাই ব্রেকআপের পরে তারা সম্পূর্ণভাবে ভেঙে যায়
বৃষ - এই রাশির জাতকেরা জীবনসঙ্গীর ওপর নির্ভরশীল হয়ে যান। ফলে ব্রেকআপের পর বেরোতে অনেক সময় লাগে।
কর্কট - ব্রেকআপে সবচেয়ে বেশি প্রভাবিত হয় কর্কট রাশির জাতকরা। তারা হৃদয়ের দিক দিয়ে খুব দুর্বল।
বৃশ্চিক - প্রেমের ক্ষেত্রে, তারা বিধিনিষেধে বিশ্বাস করে না এবং প্রকাশ্যে তাদের অনুভূতি প্রকাশ করে।
এই ৪ রাশির ব্যাক্তিরা সহজে ব্রেকআপ মেনে নিতে পারেন না,বেরোতে অনেক সময় লাগে।