BY- Aajtak Bangla

কালীপুজোয় বাড়িতে লাগান এই ৫ গাছ, জীবনেও টাকার অভাব হবে না

9 November, 2023

সামনেই দীপাবলি, প্রায় সবার বাড়িতেই দীপাবলির হয় মা লক্ষ্মী ও গণেশ পুজো।

বাস্তুশাস্ত্র অনুসারে দীপাবলিতে কয়েকটি গাছ বাড়িতে রাখলে বাড়বে মা লক্ষ্মীর কৃপা।  

সঙ্গে বজায় থাকবে বাড়িতে সুখ শান্তি। জানা যাক কী কী সেই গাছ

বাড়িতে রাখতে পারেন যে কোনও লাকি প্ল্যান্ট। যাতে বাড়বে আপনার সৌভাগ্য। এই গাছটিকে দক্ষিণ-পূর্ব দিকে রাখা শুভ বলে মনে করা হয়।

শাস্ত্রে তুলসী গাছকে খুবই শুভ বলে মানা হয়। পুজোতেও এই পাতার বিশেষ ভূমিকা রয়েছে।

বাড়িতে তুলসী গাছ থাকলে পজিটিভ শক্তি বাড়ে। সঙ্গে বাড়বে ধন সম্পত্তিও ।

বাড়ির উত্তর পূর্ব বা উত্তর পূর্ব দিকে অপরাজিত গাছ রাখা খুবই শুভ। 

জেড গাছ বাড়িতে থাকলে বাড়ি হবে ধন , সমৃদ্ধিতে ভরপুর।