21 May, 2024
BY- Aajtak Bangla
হিন্দু ধর্মে পূর্ণিমা তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে। এর মাসে বৈশাখ মাসের পূর্ণিমা তিথিটি বিশেষ গুরুত্ব বহন করে। এই তিথি বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত।
এই তিথিতেই জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ, এ কারণে এই দিনটিকে বুদ্ধ জয়ন্তী বলা হয়ে থাকে। এ বছর ২৩ মে বৈশাখ পূর্ণিমা তিথি।
হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে বুদ্ধ পূর্ণিমায় বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দিনটি জ্ঞান প্রাপ্তির দিন হিসেবে চিহ্নিত। এই তিথিতেই জন্মগ্রহণ করেন বিষ্ণুর নবম অবতার গৌতম বুদ্ধ।
বুদ্ধপূর্ণিমার দিন অনেক পরিবারে অনুষ্ঠিত হবে সত্যনারায়ণ পুজো। গৃহপ্রবেশ-সহ অন্যান্য শুভ উপলক্ষ এবং পূর্ণিমাতিথিতে বাঙালি গৃহস্থবাড়িতে সত্যনারায়ণ পুজো করা হয়। জেনে নিন এবারের পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি।
বাংলা ক্যালেন্ডার অনুসারে এ বছর বুদ্ধপূর্ণিমা বৈশাখমাস পড়েনি। পড়েছে জ্যৈষ্ঠমাসে। এই শুভ তিথি শুরু হবে ২২ মে বা ৮ জ্যৈষ্ঠ সন্ধ্যা ৭.০৪ মিনিট থেকে। বুদ্ধপূর্ণিমা থাকবে ২৩ মে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬.২৮ মিনিট পর্যন্ত।
এই তিথিতে শ্রী শ্রী সত্যনারায়ণপুজো করার সময় ২২ মে, বুধবার সন্ধ্যা ৬.১১ মিনিট থেকে রাত ৭.৪৭ মিনিট পর্যন্ত। সত্যনারায়ণের পুজো করার বিশেষ কিছু নিয়ম আছে।
এই পুজো করার জন্য সব সময় পূর্ব বা উত্তরদিকে মুখ করে বসুন। পুজোয় নিবেদন করুন চরণামৃত, পান, তিল, সুপারি, সিঁদুর, ফুল, দূর্বা এবং ফলপ্রসাদ।
পুজো শেষে বিতরণ করুন সিন্নি ও ফলপ্রসাদ। পাঠ করুন শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রতকথা। সত্যনারায়ণ পুজো করলে সংসার থেকে অশুভ শক্তি দূর হয় এবং সকল অপূর্ণ মনোবাঞ্ছা পূর্ণ হয় বলেই বিশ্বাস।