23 MAY, 2024
BY- Aajtak Bangla
গৌতম বুদ্ধের এই সমস্ত বাণী মেনে চললে, বদলে যাবে জীবন
বুদ্ধ পূর্ণিমা অন্যতম বিশেষ দিন হিসেবে বিবেচিত হয়। সারা বিশ্বে বৌদ্ধ সম্প্রদায় এই দিন উদযাপন করেন, দেশের অনেক অঞ্চলে বৈশাখ পূর্ণিমা নামেও পরিচিত।
আজ সারাদেশে পালিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। হিন্দু ক্যালেন্ডার অনুসারে, বৈশাখ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে বুদ্ধ পূর্ণিমা পালিত হয়।
বুদ্ধ পূর্ণিমায় গৌতম বুদ্ধের জন্মবার্ষিকী পালিত হয়। আসুন জেনে নিই তার বিশেষ কিছু শিক্ষা সম্পর্কে।
এই পৃথিবীর সবকিছুই পরিবর্তনশীল। যা আমাদের মেনে নেওয়া উচিত।
গৌতম বুদ্ধ মানুষকে শিক্ষা দিয়েছিলেন যে, অতীত বা ভবিষ্যৎ নয়, বর্তমান অবস্থা নিয়ে চিন্তা করতে হবে।
গৌতম বুদ্ধ বলেছেন, সূর্য ও চন্দ্রের মতো সত্যকেও কখনও আড়াল করা যায় না। তা একদিন না একদিন প্রকাশ পাবেই।
পরিস্থিতি যতই কঠিন হোক না কেন। চিন্তা সবসময় ইতিবাচক হতে হবে।
গৌতম বুদ্ধ বলেছেন যে জীবনে যে সমস্যাই আসুক না কেন এবং পরিস্থিতি যাই হোক না কেন, কখনও হাল ছেড়ে দেওয়া উচিত নয়।
রাগ একেবারেই ভাল নয়, যে কারণে চিন্তা করার এবং বোঝার ক্ষমতা হারিয়ে যায়। রেগে গেলে অন্য ব্যক্তির পাশাপাশি নিজেরও ক্ষতি হয়।
Related Stories
জোড়া কলা খেলে কী হয়? না জানলেই বিপদ
বাড়িতে হঠাৎ চড়ুই পাখি আসা কিসের ইঙ্গিত? জেনে নিন শুভ না অশুভ
জ্যৈষ্ঠ মাসে এই ২ দেশী সবজি হয়ে যায় 'বিষ', সস্তায় পেলেও কিনবেন না
অর্থ-যশ-সাফল্য মিলবে ৫ রাশির, জানুন আজকের রাশিফল