7 April, 2024
BY- Aajtak Bangla
চৈত্র মাসের শুক্ল পক্ষের প্রতিপদে নবরাত্রি শুরু হয়। এবছর নবরাত্রি ৯ এপ্রিল শুরু হবে।
পঞ্জিকা মতে এবার নবরাত্রি এবং হিন্দু নববর্ষ একই সঙ্গে শুরু হচ্ছে।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বুধ গ্রহ বক্রী অবস্থায় মীন রাশিতে গোচর করবে। সূর্য, শুক্র এবং রাহু মীন রাশিতে আগে থেকেই আছে।
মীন রাশিতে বুধ প্রবেশ করার ফলে বুধাদিত্য রাজযোগের সৃষ্টি হবে। এছাড়াও বুধ ও শুক্রের মিলনে লক্ষ্মী নারায়ণ যোগের সৃষ্টি হবে।
এই কারণে বাসন্তী পুজো ও নবরাত্রিতে তিনটি রাশির ভাগ্য খুলে যাবে। মা দুর্গার আশীর্বাদে এই তিন রাশি সাফল্যে ভোরে উঠবে। আসুন জেনে নেওয়া যাক রাশিগুলি কী কী?
চৈত্র নবরাত্রিতে মেষ রাশির জাতক জাতিকাদের ভালো সময় আসবে। মা দুর্গার আশীর্বাদ তাদের উপর সব সময় থাকবে। কাজের সময় আসা সকল বাধা দূর হবে এবং আপনি সাফল্যের শিখরে পৌঁছবেন।
সিংহ রাশির জাতক জাতিকাদের জন্যেও এই নবরাত্রি সুখবর নিয়ে আসবে। কাজের জায়গায় পদন্নতি হওয়ার সুযোগ আসবে ও বেতন বৃদ্ধি হতে পারে। সমাজে আপনার মান সন্মান বাড়বে।
কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই নবরাত্রি খুব ভালো কাটবে। নতুন কাজ শুরু করতে চাইলে এটি তাদের জন্য আদর্শ সময়। কর্মক্ষেত্রে উন্নতির যোগ আছে।