BY- Aajtak Bangla

রাতে শোওয়ার আগে পোড়ান লবঙ্গ-কর্পূর, সকাল থেকে শুধুই সুখ

6  May  2024

রান্নায় অনেক সময়ই লবঙ্গ লাগে। আবার, মুখশুদ্ধি হিসাবে অনেকেই লবঙ্গ খান। 

 লবঙ্গের অনেক উপকারিতা রয়েছে। লবঙ্গ চিবোলে গলা খুসখুসের সমস্যা মেটে। মুখে দুর্গন্ধ দূর হয়।

 আবার প্রত্যেকের বাড়িতে কর্পূরও থাকে। আলমারিতে পোশাকের সঙ্গে অনেকেই কর্পূর রাখেন। এতে সুগন্ধী ছড়ায় চারপাশে।

জ্যোতিষ মতে, লবঙ্গ এবং কর্পূর খুবই শুভ। এই দুই জিনিস দিয়ে এই কাজ করলেই ভাগ্য খুলবে। .

রাতে ঘুমোনোর আগে একটি রুপোর পাত্রে লবঙ্গ এবং কর্পূর পোড়ালে সংসারে কখনও টাকার অভাব হবে না।

রোজ রাতে এই কাজ করলে কখনও টাকার অভাব হবে না।

রোজ বাড়িতে লবঙ্গ এবং কর্পূর পোড়ালে সংসারে সুখ বজায় থাকে।

নিয়মিত এই কাজ করলে পরিবারের সদস্যদের সব রোগ সেরে যায়।