5 September, 2023
BY- Aajtak Bangla
বুধবার, জন্মাষ্টমীর আনন্দে মেতে উঠবেন শ্রীকৃষ্ণের ভক্তরা। লোকমতে, এদিন বিশেষ কিছু নিবেদন করলে তিনি খুশি হন।
ময়ূরের পালক শ্রীকৃষ্ণের ছবির পাশে রাখুন। ময়ূরের পালকে অনেক বেশি ইতিবাচক শক্তি আছে বলে মনে করা হয়।
বাজারে মাত্র ১০ টাকার বিনিময়েই এই ময়ূর পুচ্ছ পাবেন।
একটি হলুদ রঙের বস্ত্র কিনে আনুন। বাড়িতে গোপাল থাকলে জন্মাষ্টমীর দিন হলুদ বস্ত্র পরান।
হলুদ কদম ফুল দিয়ে পুজো করলে বিশেষ ফল পাবেন।
আপনি নিজেও এইদিন কোনও নতুন, হলুদ রঙের বস্ত্র পরতে পারেন।
শ্রীকৃষ্ণের জন্য এদিন একটি পিতলের বাঁশি কিনে এনে চরণে অর্পণ করতে পারেন।
পিতলের সম্ভব না হলে, কাঠের বাঁশিও দিতে পারেন।
জন্মাষ্টমীতে দুধ, তালের তৈরি বিভিন্ন খাবার শ্রীকৃষ্ণকে অর্পণ করতে পারেন।