1 November, 2023
BY- Aajtak Bangla
কার্তিক মাসে ধনতেরাসের দিন ঝাড়ু কেনা খুবই শুভ।
এ বছর ১০ নভেম্বর পালিত হতে চলেছে ধনতেরাস উৎসব।
ধনতেরাসের দিন ভগবান কুবের ও ভগবান ধন্বন্তরীর পুজো করা হয়।
বিশ্বাস করা হয়, ধনতেরাসের দিনে বিশেষ কিছু বাস্তুর জিনিস কিনলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার ওপর থাকবে।
ধর্মীয় বিশ্বাস অনুসারে, ধনতেরাসের দিন ঝাড়ু কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
ধনতেরাসে ঝাড়ু কিনলে দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাওয়া যায়।
ধনতেরাসের দিন বাড়িতে ঝাড়ু আনলে শুধু আর্থিক লাভই নয়, ঘরে সুখ ও শান্তি নিয়ে আসে।
এইদিন বাড়িতে নিয়ে আসুন শুধু পুজোয় ব্যবহৃত ছোট আকারের ঝাড়ু।
দেবী লক্ষ্মী এবং দেবতা কুবেরের সঙ্গে ঝাড়ুরও পুজো করা উচিত।