BY- Aajtak Bangla
13 April, 2025
দৈনন্দিন জীবনে আমরা একাধিক সংস্কার কুসংস্কার মেনে চলি।
যার কিছু ভিত্তি থাকলেও অধিকাংশই ভিত্তিহীন।
বিশেষ করে আমাদের মা-কাকিমারা এই ধরনের কুসংস্কারকে মেনে চলেন।
যার মধ্যে অন্যতম হল বাইরে বেরোনোর আগে পিছু ডাকতে নেই।
অর্থাৎ কেউ যখন বাইরে যাচ্ছে তখন পিছন থেকে তাকে ডাকতে নেই। ।
মা-কাকিমারা বলে থাকেন বাইরে বেরনোর সময় কেউ যদি পিছন দিয়ে ডাকে তবে যে কাজে সে যাচ্ছে সেটা নষ্ট হয়ে যেতে পারে।
অথবা কোনও অপ্রত্যাশিত ঘটনা ঘটার পর কেউ পিছন থেকে ডাকতে পারে।
এটি সাধারণত একটি সাধারণ ঘটনা, যেখানে কেউ কাউকে কিছু জানাতে বা তাদের থামানোর জন্য ডাকতে পারে।