BY- Aajtak Bangla
4th May, 2024
রান্নাঘরে হঠাৎ করেই যে কোনও মশলা ফুরিয়ে যেতে পারে, আর সেটা অনেকেই রাতে দোকান থেকে কিনে আনেন।
কিন্তু এমন একটি মশলা রয়েছে রান্নাঘরের, যা কোনওসময় রাতে কিনতে নেই।
হলুদ কখনও রাতের বেলা দোকান থেকে কিনবেন না, এর পিছনে কারণ কী?
হলুদকে ভারতের সোনালী মশলা বলে মনে করা হয়। হলুদ খুবই শুভ। রান্না ছাড়াও পুজোর কাজে এই মশলা ব্যবহার করা হয়।
হলুদ সৌভাগ্যের প্রতীক। এটি জীবনে সুখের সঞ্চার নিয়ে আসে। জেনে নিন কেন হলুদ রাতে কিনতে বারণ করেন জ্যোতিষ বিশেষজ্ঞরা।
বৈদিক জ্যোতিষ অনুসারে, সন্ধ্যার সময় রাহু ও কেতু সজাগ থাকে। পৌরাণিক কথা অনুসারে, এই দুই গ্রহকে অশুভ বলে মনে করা হয়। এই সময় কোনও শুভ কাজ করতে নেই।
এতে নেতিবাচক শক্তির সঞ্চার হয়। শুধু তাই নয়, সন্ধ্যে বা বাত কখনই হলুদ কেনা উচিত নয়।
জ্যোতিষ শাস্ত্রে বলা হয়েছে, হলুদ রাতে কিনলে মা লক্ষ্মী রুষ্ট হন আর ব্যক্তির অর্থ সঙ্কট দেখা যেতে পারে। তাই সন্ধ্যে ও রাতে হলুদ কেনা একেবারেই উচিত নয়।
রাতে হলুদ কিনে পরিবারে ঝগড়া, অশান্তি হতে পারে। তবে যদি হলুদ একান্তই রাতে কিনতে হয় তাহলে সেটা বাড়ির পুজোর জায়গায় রেখে দিন।