03 May, 2024
BY- Aajtak Bangla
বাস্তুশাস্ত্রে দক্ষিণ দিশাকে মৃত্যুর দেবতা ভগবান যমের দিক বলে বিবেচনা করা হয়ে থাকে।
মৃত্যুর সঙ্গে সম্পর্ক থাকা সত্ত্বেও দক্ষিণ দিশাকে বেশ কিছু কারণে শুভ বলে মনে করা হয়। আর এই দিককে প্রসিদ্ধি, প্রতিষ্ঠা ও শক্তির প্রতীক হিসাবে মানা হয়ে থাকে।
ঘরের দক্ষিণ দিকে কিছু গাছ লাগানো শুভ বলে মনে করা হয়। সেইসব গাছগুলি এদিকে রাখলে ঘরে অর্থ আসতে কেউ আটকাতে পারেননি।
শনির প্রিয় গাছ লজ্জাবতীকে সবসময় দক্ষিণ দিকে রাখাই শুভ বলে মনে করা হয়। মনে করা হয়, লজ্জাবতী গাছ শনির প্রতীক এবং ভগবান শিবের খুবই প্রিয়।
চাল কুমড়োতে অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান থাকায় এটি পেট এবং অন্ত্রের ক্ষতিকারক ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে।
তাই ভগবান শনি ও শিবের কৃপা পেতে ঘরে লজ্জাবতী গাছ লাগানো খুবই শুভ। এই গাছ ঘরের জন্য শুভ।
এই দিশায় লজ্জাবতী গাছ রাখলে ব্যক্তির গুণ বাড়ে, এটি সব বাধা কাটিয়ে দেয়। সব সমস্যা এমনিই কেটে যায়।
সুখ-সমৃদ্ধির সঙ্গে যুক্ত দক্ষিণ দিকে লজ্জাবতী গাছ রাখলে ঘরে ধন ও বৈভবের স্থিরতা আসে। শুধু তাই নয়, ঘরে সুরক্ষা ও কল্যাণের ভাবনা বাড়ে।
লজ্জাবতী গাছ দক্ষিণ দিকে রাখলে তা বাড়ির ঢাল হিসাবে কাজ করে। নেতিবাচকতাকে আটকে দেয়।
দক্ষিণ দিকে এমন জায়গায় লজ্জাবতী রাখবেন সেখানে যাতে পর্যাপ্ত সূর্যের আলো পায়।