22 February, 2024
BY- Aajtak Bangla
প্রত্যেকেই চায় তাদের পার্স সবসময় টাকায় পরিপূর্ণ থাকুক। কখনই যেন খালি না থাকে।
কিন্তু কখনও কখনও এমন পরিস্থিতি তৈরি হয় যে পার্স খালি হয়ে যায়। মাসের শেষে আর্থিক সংকটের সম্মুখীন হতে হয়।
যদি চান পার্স সমসময় টাকায় ভরে থাকবে তবে রান্নাঘরের একটি মশলা সাহায্য করতে পারে।
এই মশলা আর কিছু নয় তেজপাতা। তবে খালি তেজপাতা রাখলেই হবে না। সঙ্গে এই বিশেষ কাজটিও করতে হবে।
একটা তেজপাতায় লাল কালির পেন দিয়ে লিখে রাখুন ‘৩১৮৬১২৫১৮৭১৪’ নম্বরটি। এটি দ্রুত উন্নতির সঙ্গে অর্থাগমে সাহায্য করবে।
এছাড়া, লবঙ্গও রাখতে পারেন। এটিও অর্থাগমে কার্যকরী।
তবে ঠিক ৯টা লবঙ্গই পার্সে রাখতে হবে। এটি আত্মবিশ্বাস বাড়াবে।