BY- Aajtak Bangla
4 May 2024
এলাচ রান্নায় লাগে। তাই প্রায় সকলের বাড়িতেই রান্নাঘরের এই মশলা লাগে।
রান্নায় এলাচ পড়লে স্বাদ বেড়ে যায়। আবার এলাচের অনেক স্বাস্থ্য উপকারিতাও রয়েছে।
এলাচ খেলে ফুসফুসের সমস্যা সারে। সর্দি-কাশি থেকে মুক্তি পাওয়া যায়।
আবার ভাগ্যও ফেরাতে পারে এলাচ। জ্যোতিষ মতে, এলাচকে খুবই শুভ বলে মনে করা হয়। .
ছোট ঘটিতে জল দিয়ে তাতে ২টি এলাচ দিন। এবার সেই জল ফোটান।
তারপরে স্নানের জলে এলাচ ফোটানো জল মেশান। স্নানের সময় জপ করুন 'ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী' মন্ত্র। ।
এতে শুক্রের দোষ কেটে যায়। শুক্র মজবুত হয়। আর শুক্র মজবুত হওয়া মানেই আর্থিক পরিস্থিতির উন্নতি হয়। সুখ বাড়ে।
এছাড়া পার্সে ৫টি ছোট এলাচ রাখলে আয় বাড়বে। কখনও টাকার অভাব হবে না।