22 MARCH 2025
BY- Aajtak Bangla
রাতে হোক বা সকালে বিড়ালের কান্নাতে ভয়ভীত হয়ে পড়েন সকলে।
মাঝেমধ্যে শোনা যায় কোনও বাড়ির আশেপাশে এক নাগাড়ে বিড়াল কাঁদতে শুরু করে। এই ডাক খুবই অশুভ বলে মনে করেন।
তাদের মতে এভাবে বিড়াল ডেকে চলা মানে বাড়িতে মৃত্যু আসন্ন। ঘটনাচক্রে এমন ঘটনা ঘটতে দেখাও গেছে। তবে কি সত্যিই তাই?
তবে বিড়ালের কান্না কীসের ইঙ্গিত দেয় জেনে রাখুন। এর পিছনে রয়েছে বৈজ্ঞানিক ভিত্তিও।
মনে করা হয়, বিড়ালের কান্না অত্যন্ত অশুভ৷ ভবিষ্যৎয়ের খারাপ ঘটনার ইঙ্গিত দেয় বলেও অনেকে মনে করেন৷
বাড়ির আশেপাশে বিড়ালের মধ্যে ঝগড়া করলে পরিবার অর্থকষ্টে পড়তে পারে৷ পারিবারিক কলহ হতে পারে, আসলে সত্যিটা কী?
বিড়ালের কান্নার পিছনে রয়েছে অন্য কোনও অর্থ৷ হুলো বা পুরুষ বিড়ালের যখন প্রবল মিলনের ইচ্ছে থাকে কথন তারা কাঁদে৷
প্রচণ্ড খিদে বা তেষ্টা পেলেও কাঁদতে পারে বিড়াল। কোনও অসুস্থতা থাকলে, পেটের সমস্যা বা জ্বর হলেও বিড়াল কাঁদতে পারে৷
সঙ্গীকে পাওয়ার প্রতিযোগিতাতেও বিড়াল কাঁদে৷ নানারকম আওয়াজে ডাকে। বিড়াল কাঁদলে তাদের জল দিন, খেতে দিন, আদর করুন। কান্না থেকে রেহাই পেতে পারেন।