14 March, 2024

BY- Aajtak Bangla

এবছর বাসন্তী পুজো কবে? একনজরে পুজোর দিন,রামনবমীর তারিখ

হিন্দুদের সর্বশ্রেষ্ঠ উৎসব নবরাত্রি পালন। হিন্দু ধর্ম অনুসারে বছরে চারবার নবরাত্রি পালিত হয়। তার মধ্যে একবার হল চৈত্র নবরাত্রি।

এই সময় নয় রাত ধরে দেবী দুর্গার নয় রূপের আরাধনা করা হয়। নবরাত্রি সপ্তমী থেকে দশমী পর্যন্ত বাঙালিরা বাসন্তী পুজো পালন করে।

মার্চ মাসে মহাশিবরাত্রি ও তারপর দোল পূর্ণিমা পালনের পর এপ্রিল মাসের শুরুতেই পালিত হবে বাসন্তী পুজো।

নয় রাত ধরে দেবী দুর্গার নয় রূপের আরাধনা করা হয়। বাসন্তী পুজোই হল বাঙালির আসল দুর্গাপুজো।

পরে শরত্‍কালে শারদীয়া নবরাত্রির সময় রামচন্দ্রের অকাল বোধন মেনে দুর্গাপুজোর প্রচলন হয়।

চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকে শুরু হয় চৈত্র নবরাত্রি। এই নবরাত্রির সপ্তমী থেকে নবমী, তিন দিন ধরে চলে বাসন্তী পুজো। দুর্গাপুজোর মতোই সব নিয়ম আচার মেনে বাসন্তী পুজো করা হয়।

বসন্ত কালে এই দুর্গা পুজো হয় বলে একে বাসন্তী পুজো বলা হয়ে থাকে।

এই বছর চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি পড়ছে ৮ এপ্রিল বেলা ২টো ১১ মিনিট থেকে। কিন্তু উদয়া তিথি মেনে নবরাত্রির ঘট স্থাপন হবে ৯ এপ্রিল।

সেই হিসেবে ৯ এপ্রিল থেকেই শুরু হচ্ছে চৈত্র নবরাত্রি। নবরাত্রির অবসান হবে ১৭ এপ্রিল। পুরো ৯ দিন ধরে চলবে চৈত্র নবরাত্রি পালন।

নবরাত্রির ঘট স্থাপন করা যাবে ৯ এপ্রিল সকাল ৬টা ২১ মিনিট থেকে সকাল ১০টা ৩৫ মিনিটের মধ্যে। আবার সেদিন অভিজিত্‍ মুহূর্ত পড়েছে সকাল ১১টা ৫৭ মিনিট থেকে বেলা ১২টা ৪৮ মিনিট পর্যন্ত। অভিজিত্‍ মুহূর্তও ঘট স্থাপন করার জন্য উপযোগী।

দুর্গাপুজোয় সময় প্রতি বছর দেবীর বিভিন্ন বাহনে আগমন ও গমন হয়। দেবীর আসা ও যাওয়ার বাহনের উপর নির্ভর করে গোটা বছর কেমন কাটতে চলেছে মর্ত্যবাসীর।

 দেবী দুর্গা কোনও বছর ঘোড়া, কোনও বছর হাতি, আবার কোনও বছর নৌকায় আসেন। এই বছর চৈত্র নবরাত্রিতে দেবীর আগমন হবে ঘোটক বা ঘোড়ায়।

ঘোড়ায় চড়ে দেবীর মর্ত্যে আগমন জ্যোতিষ অনুসারে শুভ লক্ষণ নয়। এর ফলে ক্ষমতার পরিবর্তন ও অরাজক পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এবারের চৈত্র নবরাত্রির সপ্তমী পড়েছে ১৫ এপ্রিল, অষ্টমী ১৬ এপ্রিল এবং নবমী ১৭ এপ্রিল। এবছর  রামনবমীও পালিত হবে ১৭ এপ্রিল।