BY- Aajtak Bangla
12th January, 2025
আচার্য চাণক্য তাঁর নীতিশাস্ত্রে জীবন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ টিপস দিয়ে গিয়েছেন।
চাণক্যর এই নীতি মেনে চললে জীবনে সফল আপনি হবেনই।
তেমনই চাণক্য তাঁর নীতিশাস্ত্রে এমন কিছু মহিলাদের বিষয়ে বলে গিয়েছেন, যাদের থেকে দূরে থাকাই শ্রেয়। নয়তো সমস্যায় পড়তে পারেন।
আসুন জেনে নিই সেই সব দুশ্চরিত্রা মহিলাদের লক্ষণগুলো কেমন হয়।
যে সব মেয়েরা আপনাকে নিজের স্বার্থের জন্য ব্যবহার করছে তাদের থেকে দূরে থাকুন। এরা সময় আসলে আপনাকে অপমান করতে ছাড়বে না। এরকম মহিলারা সর্বনাশ করতে পারে।
যে মহিলারা সংস্কারী নয় তাদের থেকে দূরে থাকুন। মনের দিক থেকে যারা খারাপ তারা কখনই আপনার ভাল চাইবে না।
যে সব মহিলারা একের অধিক পুরুষের সঙ্গে সম্পর্ক তৈরি করে তাদের সঙ্গে কোনও সম্পর্কই রাখবেন না। ধূমপান ও মদ্যপান যারা করে তাদের থেকেও দূরে থাকুন।
যে সব মহিলারা স্বার্থপর ও লোভী স্বভাবের হয় তারা কখনই কোনও কিছুতে সুখী হয় না। এইসব মেয়েরা আপনার সঙ্গে লোভ-লালসা ও স্বার্থর জন্য মেলামেশা করে। নিজের স্বার্থ পূরণ হলেই পালিয়ে যায়।