17th November, 2024
BY- Aajtak Bangla
সাফল্য পেতে কে না চায়। কিন্তু সফলতা পাবো বললেই তো আর পাওয়া যায় না।
অনেক সময় আবার কঠোর থেকে কঠোরতর পরিশ্রম করেও সফলতা পাওয়া যায় না।
এক্ষেত্রে চাণক্য বলছেন মানুষের কিছু বিশেষ স্বভাব তাঁদের সফলতার পথে বাঁধা হয়।
চাণক্যর মতে সফলতা পেতে গেলে পশু-পাখির কিছু গুণ শেখা উচিত। বিশেষ করে কোকিলের গুণ।
কোকিলের মধ্যেও রয়েছে বিশেষ গুণ। চাণক্যর মতে, কোকিলের গলায় প্রচুর মাধুর্য্য রয়েছে। আর তাই কোকিলের স্বরের প্রেমে পড়ে সকলেই।
তাহলে শিখে নিন ছাতুর সরবত কীভাবে বানাবেন সেই বিশেষ মশলাটি দিয়ে।
চাণক্য বলেছেন, কোনও ব্যক্তির কথা বলার ধরণ তার চরিত্রের সর্বপ্রথম পরিচয়। কথার ধরণই বলে দেবে সেই ব্যক্তির আচার আচরণ ঠিক কেমন।
এমনকি সে ভদ্র নাকি অভদ্র, শিক্ষাগত যোগ্যতার সব ধরা পড়ে কথা বলার মাধ্যমে।
শুধু তাই নয়, আপনার কথাবার্তাই কাউকে ক্ষণিকের মধ্যে বন্ধু করে তুলতে পারে, আবার কাউকে শত্রুও করে দেয়।
তাই চাণক্যের মতে, আপনাকে মিষ্টভাষী হতে হবে। কোকিল যেমন মিষ্টি সুরে ডাকে, ঠিক তেমনি আপনাকে মিষ্টি কথার মাধ্যমে সকলকে মুগ্ধ করতে হবে।
যার মধ্যে কোকিলের এই গুণ রয়েছে তার সফলতা পাওয়া নিশ্চিত। একমাত্র কথার মাধ্যমেই আপনি সর্বত্র জয়ী হয়ে আসতে পারেন।