22 February, 2024
BY- Aajtak Bangla
মানুষভেদে স্বভাব ভিন্ন হয়, এ তো স্বাভাবিক। কিন্তু লিঙ্গের ভিত্তিতে কিছু পছন্দ-অপছন্দ, অভ্যাস, আশা, ধারণা তৈরি হয়ে যায় অধিকাংশের মধ্যে।
ছেলেদের কিছু অভ্যাস একেবারেই পছন্দ করেন না কেউ কেউ। আবার এমনও অনেক মহিলা আছেন,পুরুষদের মধ্যে কোনও বিশেষ স্বভাব থাকলে মনে ধরে তাঁদের।
চাণক্য-নীতি অনুসারে, পুরুষদের মধ্যে কিছু গুণ আছে, যা মহিলাদের সবচেয়ে বেশি আকৃষ্ট করে।
আপনার মধ্যেও আছে কি সেই সব স্বভাব? জেনে নিন, কোন স্বভাবগুলি থাকলেই আপনি মহিলাদের মনের মণিকোঠায় জায়গা পাবেন?
সততা সৎ ব্যক্তিরা নারীদের মন জয় করে সকলের আগে। সম্পর্কে জড়ানোর সময়ে বান্ধবীকে নিজের ব্যাপারে সব খুলে বলুন।
এই পুষ্টিগুলি রক্তচাপ কমাতে, কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে।
ভাল আচরণ: চাণক্য-নীতি অনুসারে, মহিলারাও লক্ষ্য করেন যে, পুরুষরা অন্যদের প্রতি কেমন আচরণ করছেন।
আত্মসম্মানের যত্ন: যে পুরুষ অন্য নারীর সম্মান করেন, তাঁরাই নারীদের মনে জায়গা করে নেন সকলের আগে।
ভাল শ্রোতা: সকল মহিলাই আশা করেন যে, তাঁর সঙ্গী তাঁর কথা শুনবেন এবং তাতে মনোযোগ দেবেন।
যে পুরুষের মধ্যে ভাল শ্রোতা হওয়ার গুণ থাকে, নারীরা তাঁকেই বেশি পছন্দ করেন।