20 JUNE, 2023

BY- Aajtak Bangla

এই ৪ কাজে মেয়েরা এগিয়ে ছেলেদের থেকে, চাণক্য সেটাই বলেছেন

আচার্য চাণক্য জীবন যাপনের অনেক দিক সম্পর্কে বলেছেন। তাঁকে অর্থনীতি ও নীতিশাস্ত্রের জনক বলা হয়।

চাণক্য তাঁর নীতিশাস্ত্রে কর্মজীবন, বন্ধুত্ব, বিবাহিত জীবন, সম্পদ এবং নারী সম্পর্কিত অনেক বিষয় উল্লেখ করেছেন।

চাণক্য নীতিতে মানুষের জীবনকে সহজ ও সফল করার সঙ্গে সম্পর্কিত অনেক বিষয় উল্লেখ করা হয়েছে।

নীতিমালায় বলা হয়েছে যে কোন বিষয়ে নারীরা পুরুষের চেয়ে এগিয়ে। চলুন সেই বিষয়গুলো জেনে নেওয়া যাক।

বুদ্ধিমান: নারীর প্রথম গুণ হল তাঁদের বুদ্ধিমত্তা। আচার্য চাণক্যের নীতি অনুসারে নারীরা পুরুষের চেয়ে বেশি চালাক। অর্থাৎ তাঁরা পুরুষদের চেয়ে বেশি বুদ্ধিমান।

খাওয়া: মহিলারা পুরুষদের তুলনায় বহুগুণ বেশি ক্ষুধার্ত বোধ করেন। তাঁরা পুরুষদের তুলনায় বেশি খাবার খান। নারীদের শারীরিক গঠন এমন যে তাঁদের বেশি ক্যালরি প্রয়োজন।

যত্নশীল: পুরুষের তুলনায় নারীরা অনেক কোমল হৃদয়ের হন। তাঁরা পরিবার এবং বন্ধুদের যত্ন নেন। প্রয়োজনে পরিবারের পুরো ভার বহন করতে পারেন।

সাহসী: এটা প্রায়ই মনে করা হয় যে পুরুষরা মহিলাদের চেয়ে বেশি সাহসী। কিন্তু, চাণক্য নীতিতে ঠিক উল্টো কথা বলা হয়েছে। তাঁর নীতি অনুযায়ী, নারীদের সাহস পুরুষের চেয়ে ৬ গুণ বেশি।