BY- Aajtak Bangla
27 September, 2025
আচার্য চাণক্য নিজের বই চাণক্য নীতিতে এমন পাঁচ জায়গার বর্ণনা করেছেন, যেখানে ব্যক্তিকে তাঁর স্বপ্নের বাড়ি তৈরি করতে বারণ করেছেন।
চাণক্য তাঁর এক শ্লোকের মাধ্যমে মানুষকে বসবাসের জন্য কিছু জায়গাকে নিষিদ্ধ বলেছেন। আসুন জেনে নিন সেই জায়গাগুলি কোনটি।
যেখানে জীবিকা নির্বাহের কোনও উপায় নেই, সেখানে কোনও ব্যক্তির বসবাস করা উচিত নয়।
কোনও চাকরি বা ব্যবসা ছাড়া কোনও ব্যক্তি জীবনে চলতে পারেনা না। তাই আয়ের রাস্তা আছে এরকম জায়গাতেই ব্যক্তিকে বাসস্থান তৈরি করা উচিত।
যেখানে ভয় বা আতঙ্কের পরিবেশ রয়েছে, এরকম জায়গায় কখনও বাড়ি তৈরি করা উচিত নয়।
যেখানে মানুষের মধ্যে সমাজ ও আইনের ভয় না থাকে, সেখানে কখনও বাড়ি তৈরি করা একেবারেই উচিত নয়। এরকম জায়গায় থাতলে সেই পরিবারের ক্ষতি হয়।
যেখানে লোকলজ্জার কোনও চিন্তাভাবনা নেই, সেখানেও বাড়ি তৈরি করবেন না।
কারণ সেইসব জায়গাতে থাকলে আপনি সম্মান পাবেন না।
যেখানে পরোপকারী মানুষেরা নেই, যাদের মধ্যে ত্যাগের ভাবনা নেই, সেখানে কখনও বাড়িঘর করা উচিত নয়।