BY- Aajtak Bangla
4 SEPTEMBER, 2024
ভারতীয়দের মধ্যে এখনও অনেক পরিবার আছে যেই সমস্ত পরিবারে বাড়ির পুরুষদের থেকে নারীর বয়স কম৷
অর্থাৎ বরের থেকে বউয়ের বয়স কম হতে হয়৷ যদি পাত্রের বয়স ৩০ বছর হয়ে থাকে সেক্ষেত্রে পাত্রী কম বয়সী খোঁজা হয়ে থাকে৷
আগে স্বামী-স্ত্রীর বয়সের অন্তর ৬ থেকে ৮ বছর থাকত কিন্তু এখন সেটি কমেছে৷ এখন অনেকাংশেই দেখতে পাওয়া যায় স্ত্রীর থেকে স্বামীর বয়স কম হয়ে থাকে৷
কিন্তু চাণক্য নীতি অনুযায়ী স্বামী-স্ত্রীর মধ্যে বয়সের ব্যবধান থাকতে হবে৷ ৫ থেকে ৭ বছর৷ স্বামী-স্ত্রীর বয়সের অন্তর বৃদ্ধাবস্থায় সম্পর্ক মজবুত করে থাকে৷
বয়স বাড়লে স্বামী-স্ত্রীর একে অপরের অবলম্বনে পরিণত হয়ে থাকেন৷ জীবনে ওঠাপড়ার ক্ষেত্রে স্বামী-স্ত্রীর একে অপরের সহযোগিতা ভীষণ রূপে দরকার হয়ে থাকে৷
কারণ প্রত্যেকেরই জীবনের অর্থ আছে৷ বৃদ্ধি এক তরফে নিরর্থক হয়ে যায়, সবাই ব্যস্ততার জীবনে থাকেন অত্যন্ত ব্যস্ত হয়ে, ঠিক তখনই স্বামী স্ত্রী একে অপরের অবলম্বন হয়ে ওঠেন।
স্বামী স্ত্রী এক অভিন্ন আত্মা, তবে স্বামী স্ত্রীর মধ্যে যদি স্ত্রী আর আগে স্বামী পরলোক গমন করেন সেক্ষেত্রে স্ত্রীর দুঃখ কষ্ট করেও জীবন অতিবাহিত করেন।
কিন্তু স্বামীর আগে স্ত্রী যদি ইহলোক ত্যাগ করেন সেক্ষেত্রে স্বামীর কাছে চাপ অত্যন্ত বৃদ্ধি পেয়ে থাকে ৷ তাঁর বাঁচার অবল্মবন কোনও ভাবেই পাওয়া যায় না।