2nd July, 2024

BY- Aajtak Bangla

ভুলেও স্ত্রীরা করবেন না এই কাজ, স্বামীর মন ঘুরে যাবে, বলছে চাণক্য

স্বামী এবং স্ত্রী পৃথিবীর এমন একটি সম্পর্ক যা রক্তের সম্পর্কের না হলেও জীবনের অত্যন্ত দামীতম একটা জিনিস। 

এই সম্পর্কের ক্ষেত্রে ভালোবাসা, বিশ্বাসের সব অনুভূতি বজায় থাকে। আর এই সম্পর্ক যাতে আরও ভাল হয় তা নিয়ে পরামর্শ দিয়েছেন চাণক্য।

চাণক্যর মতে, কিছু কথা রয়েছে যা স্ত্রীদের কখনই বলা উচিত নয় স্বামীদের। আসুন জেনে নিন সেই কথাগুলি কোনটি।

বিয়ের পর নারীদের উচিত তাদের শ্বশুরবাড়ি এবং মায়ের বাড়ির খারাপ কোনও ঘটনার কথা স্বামীকে জানানো উচিত নয়।

চাল কুমড়োতে অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান থাকায় এটি পেট এবং অন্ত্রের ক্ষতিকারক ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে।

সেই সঙ্গে মেয়েদের তাদের মায়ের বাড়ির গোপন কথা শ্বশুরবাড়ির কাছেও জানানো উচিত নয়। স্বামীর কাছেও বলবেন না। 

দুই বাড়ির খারাপ কথা অন্য বাড়ি জানতে পারলে দুই পরিবারের মধ্যে বিরোধের পরিস্থিতি তৈরি হতে পারে। আর দুই কুটুম বাড়িতে খারাপ সম্পর্ক হলে তার প্রভাব  স্বামী-স্ত্রীর সম্পর্কের উপরেও পড়ে এবং দাম্পত্য জীবন তিক্ত হয়ে যায়।

স্ত্রী  যদি কারোকে কিছু দান করেন তাহলে সেটা  স্বামীর কাছে  বলবেন না। আপনার কিছু দান করা স্বামীর ভাল নাও লাগতে পারে।

চাণক্যের মতে, স্ত্রীর উচিত স্বামীর বা নিজের উপার্জনের কিছু অংশ সঞ্চয় হিসাবে রাখা এবং স্বামীর কাছে তা উল্লেখ করা উচিত নয়। পরিবারের কঠিন সময়ে এই টাকা কাজে লাগে।

স্ত্রীদের কখনই তাদের স্বামীদের অন্য কোন পুরুষের সঙ্গে তুলনা করা উচিত নয়। চাণক্য বলেন, এতে করে স্বামীর সম্মানে আঘাত লাগে এবং দাম্পত্য জীবনের মধুরতা কমে যায়।