BY- Aajtak Bangla
10th February, 2025
জীবনের অনেক কঠিন কঠিন বিষয় নিয়েই আমাদের পরামর্শ দিয়েছেন আচার্য চাণক্য।
সেরকমই বিয়ে এবং পুরুষ-মহিলা ও সম্পর্ক নিয়েও অনেক পরামর্শ দিয়েছেন চাণক্য।
চাণক্য এমন কিছু মহিলার বিষয়ে বলেছেন তাঁদের লক্ষণ একেবারেই ঠিক নয়। আচার্য চাণক্য বলেছেন ৭ লক্ষণের কথা।
সম্পর্কে যাওয়ার আগে মিলিয়ে নিন সেই ৭ লক্ষণ।
অসৎ নারীরা আপাতদৃষ্টিতে ভদ্র হলেও তাদের মধ্যে নির্লজ্জ হাব-ভাব প্রকাশ পায়। পুরুষের দিকে এমনভাবে তাকাবে যেন ভেতরটা পড়ে ফেলছে। এরকম সর্বনাশী মহিলাদের থেকে সাবধান।
যে নারী কথা বলার সময় মাথার চুল নিয়ে নাড়াচাড়া করতে শুরু করে এবং পুরুষদের বাধ্য করে তার রূপের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে, এরকম মহিলাদের থেকে সাবধান।
এই ধরনের নারীদের স্বভাব খুব উগ্র প্রকৃতির হয়। মুখের ভাষাও খারাপ হয়। এরা দরকারের চেয়ে বেশি চালাক হয়।
এই ধরনের মেয়েরা একের অধিক পুরুষের সঙ্গে সম্পর্ক তৈরি করতে ভালোবাসে। তাই এই রকম মহিলাদের স্বভাব-চরিত্র যাচাই করে নেওয়াই ভাল।
অসৎ নারীরা বিশ্বাস ভঙ্গ করতে পটু হন। এঁদের কোনও কথা বিশ্বাস করে বললে আপনি ঠকবেন।
এই ধরনের নারীরা পুরুষদের ফাঁদে ফেলতে দক্ষ হন। যে কোনও উপায়ে পুরুষদের ফাঁদে ফেলে নিজের কাজ হাসিল করে নেন।
চাণক্য বলেছেন, এই নারীরা খুবই স্বার্থপর হয়ে থাকেন। নিজেরটা ছাড়া কারোর কিছুই বোঝে না। এঁদের থেকে দূরে থাকার পরামর্শ চাণক্যের।