26 December, 2023
BY- Aajtak Bangla
আচার্য চাণক্য বলেছেন যে এমন ৩ জন মানুষ আছে, যাদের ঘুমন্ত অবস্থায় কখনই জাগানো উচিত নয়।
চাণক্যের মতে এরকম করলে বড়সড় সমস্যা নেমে আসতে পারে।
চাণক্যের মতে কখনই রাজা, শিশু বা মূর্খ প্রাণীকে কখনও ঘুম থেকে জাগানো উচিত নয়।
আচার্য চাণক্যের মতে, ভুলেও কোনও ব্যক্তি যেন দেশের শাসনকর্তাকে ঘুম থেকে না জাগায়।
চাণক্যর মতে, যদি শাসনকর্তাকে ভুল সময়ে ঘুম থেকে ওঠানো হয় তাহলে সে রেগে গিয়ে শাস্তি দিতে পারে।
তেমনি ঘুমন্ত শিশুকেও সময়ের আগে ঘুম থেকে তোলা উচিত নয়।
চাণক্যর মতে, ছোট শিশুরা ঘুম থেকে উঠে এতটা চেঁচামেচি করবে যে তাকে সামলাতে গিয়ে হিমশিম খাবেন আপনি।
আচার্য চাণক্য এও বলেছেন যে কখনও ঘুমন্ত অবস্থায় মূর্খ প্রাণীদের জাগানো উচিত নয়।
কারণ এই ৩ ধরনের লোক ঘুম থেকে ওঠাকে নিয়ে এমন ঝামেলা করবে এবং রাগ প্রকাশ করবে যে আপনি অতিষ্ট হয়ে যাবেন।