15 MARCH  2025

BY- Aajtak Bangla

এই ধরনের পুরুষদের জন্য সুন্দরী স্ত্রী 'বিষের সমান', জেনে সতর্ক হতে বলেছেন চাণক্য

চাণক্য ছিলেন ভারতের অন্যতম পণ্ডিত। তার একটি প্রবাদে তিনি একজন সুন্দরী ও তরুণী স্ত্রীকে তাঁর স্বামীর জন্য বিষ বলে বর্ণনা করেছেন। চাণক্যের এই নীতি সম্পর্কে জেনে নিন।

বিনা অভ্যাসে শাস্ত্রের জ্ঞান, পেট খারাপও খাবার খাওয়া, গরিবদের সমারোহ এবং বৃদ্ধ স্বামীর জন্য যুবতী স্ত্রী বিষের মত।

সুন্দরী ও যুবতী স্ত্রী কেন বিষের সমান?

বৃদ্ধ স্বামী যুবতী স্ত্রীকে শারীরিকভাবে সন্তুষ্ট রাখতে পারে না। এ কারণে তাদের দাম্পত্য জীবনে সমস্যা লেগেই থাকে। এই পরিস্থিতি স্বামীর জন্য বিষের মতো বিবেচিত হয়।

অনুশীলন ছাড়া জ্ঞানের কোনও অর্থ নেই কারণ ধীরে ধীরে সেই জ্ঞান ভুলে যাবেন। নিজেও এর সুবিধা নিতে পারবেন না আবার কাউকে দিতেও পারবেন না। এই পরিস্থিতিও সঠিক বলে মনে করা হয় না।

যদি পেট খারাপ থাকে এবং তখনও খান, তবে অবশ্যই স্বাস্থ্য খারাপ হওয়ার ঝুঁকি থাকবে। তাই বদহজম হলে খাবারকে বিষ বলে মনে করা হয়।

একজন দরিদ্র ব্যক্তির বড় অনুষ্ঠানে যাওয়া বিষের মতো কারণ এমন পরিস্থিতিতে তিনি অপমানিত হওয়ার ভয় পান। অনেক সময় এই অবস্থা মৃত্যুর চেয়েও বেদনাদায়ক।