11 September 2024

BY- Aajtak Bangla

যা করলে প্রেমে কখনও ঠকবেন না, , চাণক্যের নীতি রইল  

চাণক্য কয়েক হাজার বছর আগে যা যা নীতি বলে গিয়েছেন, আজও তা সমান গুরুত্বের।

শুধু অর্থনীতিই নয়, সমাজে মাথা উঁচু করে বাঁচার জন্য যা যা করণীয়, সব বলে গিয়েছেন চাণক্য।

তাঁর পরিকল্পনা অনুযায়ী নন্দ বংশ ধ্বংস ও মৌর্য সাম্রাজ্যের পত্তন হয়, যার রাজা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য।  

তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের আচার্য চাণক্যের রাজনীতির ক্ষুরধার বুদ্ধিতে মৌর্য সাম্রাজ্য সাফল্যের শীর্ষ পৌঁছে যায়।

চাণক্যের একটি নীতি মানলে জীবনে কখনও আপনাকে কেউ অসম্মান করতে পারবে না। দাপটের সঙ্গে বাঁচবেন।

চাণক্যের মতে, যে কোনও ব্যক্তিকে প্রয়োজনের চেয়ে বেশি সৎ হতে নেই। কারণ সোজা গাছই সবার আগে কাটা হয়।

দুর্বল ব্যক্তিকেও সবসময় নিজের দুর্বলতার প্রদর্শন করা উচিত নয়।

চাণক্য বলেছিলেন, 'কখনও নিজের রহস্য কারও সঙ্গে ভাগ করবে না। এই প্রবৃত্তি তোমাকে ধ্বংস করে দেবে।'

সমস্ত বন্ধুত্বের পিছনে কিছু না-কিছু স্বার্থ থাকে। পৃথিবীতে স্বার্থহীন কোনও বন্ধু নেই।

সন্তানের বয়স ১৬ বছর হয়ে গেলে তাঁর সঙ্গে বন্ধুর মতো মেলামেশা করুন।

প্রীতির মধ্যেও যে চাতুর্য ধরে রাখে, সেই শেষ পর্যন্ত সুখে থাকে।