'ভালো মানুষের সঙ্গে সবসময় খারাপ হয়', পিছনে কী যুক্তি বলে গেছেন চাণক্য

20 MARCH 2025

BY- Aajtak Bangla

অনেকের মুখেই বলতে শুনেছেন ভালো মানুষের সঙ্গে খারাপ হয়। এটি কি সত্যি? তার মানে কি খারাপ মানুষেরাই পৃথিবীতে ভালো থাকেন?

খারাপ হয়

যুগের পর যুগ এই কথাটা শোনা গেলেও এর সত্যতা কতটা তা জানিয়েছেন আচার্য চাণক্য।

আচার্য চাণক্য

এই প্রবাদের পিছনে চাণক্য কী যুক্তি দিচ্ছেন জেনে নিন। আসলে, আমাদের হাতে কোনও কিছুই নেই। অনেকে কর্মফলে বিশ্বাসী। কিন্তু সেটা যদি না হয়, তাহলে কী হবে?

কর্মফল

অনেক সময় না চাইতেই আমাদের সঙ্গে খারাপ কিছু ঘটে যায়। যা মানুষকে বেদনা দেয়।

বেদনা

প্রতিটা মানুষের জীবনে খারাপ সময় আসে। খারাপ কিছু ঘটা দোষের নয়।

খারাপ সময় আসে

চাণক্য বলছেন, জীবনে খারাপ কিছু ঘটলে তা শাস্তি ভাবলে ভুল হবে। কখনও কখনও আমাদের শক্তিকে শক্তিশালী করতে সাহায্য করে। যে কোনও চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে সাহস জোগায়। এটি জীবনের একটি অংশ।

শাস্তি ভাবলে ভুল

চাণক্য বলেছেন, জীবনে সুঅভ্যাস থাকলে, নিয়মশৃঙ্খলা থাকলে, সততা থাকলে, জ্ঞানী হলে এই বিপদ থেকে বের হওয়া যায়।

সুঅভ্যাস

সবকিছুর জন্য ভাগ্যকে না দুষিয়ে খারাপ সময়ের মুখোমুখি হয়ে লড়াই করুন। এতে জীবনের প্রতিটি সংগ্রাম সাহসের সঙ্গে মোকাবিলা করতে পারবেন।

ভাগ্যকে না দুষিয়ে

জীবনের সবচেয়ে বেদনাদায়ক মুহূর্তগুলি ব্যর্থতার লক্ষণ নয়। এগুলি নতুন কিছু শিখিয়ে যায়। মনে রাখবেন, দুঃখ সারা জীবন থাকে না। অন্ধকারের পর আলো আসে।

অন্ধকারের পর আলো