BY- Aajtak Bangla

এই ৩ কাজ করার পর কেউ আপনাকে ছোঁবে না, শুদ্ধ হতে করতেই হবে স্নান

5th April, 2024

আচার্য চাণক্যের বাণী মেনে চললে জীবনে আর কোনও বাধা-বিপত্তি থাকে না। জীবনের গাড়ি দৌড়ায় খুব সহজভাবে।

সেরকমই আচার্য চাণক্য ৩টে কাজের কথা বলেছেন, তারপরই স্নান করে নেওয়া উচিত বলে মনে করেন চাণক্য।

আচার্য চাণক্য অনুসারে, এই ৩ কাজ করলেই মানুষ অশুদ্ধ হয়ে যায়।

তাই আচার্য চাণক্য এই ৩ কাজের পর তৎক্ষণাত স্নান করার পরামর্শ দিয়েছেন।

আচার্য চাণক্য বলেছেন যদি মানুষের শরীরে তেল মালিশ করা হয় তাহলে সেই ব্যক্তিতে সঙ্গে সঙ্গে স্নান করে নেওয় দরকার।

আসলে শরীরে তেল মালিশ করলে শরীর পুরো তেলতেলে হয়ে যায়। তাই স্নান করে নেওয়াই দরকার।

আচার্য চাণক্য অনুসারে, যদি কোন মানুষ নিজের চুল কাটছেন, তারপর অবশ্যই তাঁকে স্নান করে নেওয়া দরকার।

চুল কাটার পর আপনার শরীর জুড়ে প্রচুর ছোট ছোট চুল আটকে থাকে, যেটা স্নান করার পরই শরীর থেকে যায়।

যদি চুল কাটার পর স্নান না করেন, তাহলে মানুষ অশুদ্ধ হয়ে থাকে, আটকে থাকা চুল সমস্যার সৃষ্টি করে।

এছাড়াও আচার্য চাণক্যর মতে, মানুষ শ্মশানে চিতার আগুনের ধোঁয়ার সংস্পর্শের পর অবশ্যই তাঁকে স্নান করে নেওয়া উচিত।