BY- Aajtak Bangla
7th October, 2024
আচার্য চাণক্যর নীতিশাস্ত্রে এমন ব্যক্তিদের কথা বর্ণনা করা হয়েছে যারা প্রত্যেক কাজে জয় অর্জন করে থাকেন।
চাণক্যর মতে, এরকম ব্যক্তিরা জীবনে অন্যদের থেকে এগিয়ে থাকেন। অল্প বয়সেই সফল হন।
আচার্য চাণক্যর মতে, যদি কোনও ব্যক্তি তার নিজের মনের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে তাহলে সবসময় উন্নতি করতে পারবেন।
বর্তমানে অধিকতর ব্যক্তিই নিজের মনের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে না। এইজন্য সে অনেক ভুলভাল কাজ করে ফেলে।
আচার্য চাণক্যর মতে, ব্যক্তিকে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখা শিখতে হবে। মনকে সর্বদা নিজের বশে রাখতে হবে।
যে ব্যক্তি মনকে নিজের বশে রাখতে পারবে সে প্রত্যেক কাজে সফল হবে।
আচার্য চাণক্য বলেছেন যার নিজের ওপর নিয়ন্ত্রণ রয়েছে সেই ব্যক্তি যে কোনও কাজই করুক তা সম্পূর্ণ করবে।
আচার্য চাণক্যর মতে, যে মানুষ নিজের মনের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারেন সে ধনী হয়।
আর যে ব্যক্তি মনের দাস হয় সে কোনও কাজেই সফল হতে পারে না।