BY- Aajtak Bangla

এই পুরুষরাই চরম সুখ দিতে পারে মেয়েদের, বলছেন খোদ চাণক্য

23rd February, 2025

আচার্য চাণক্য তাঁর নীতিশাস্ত্রে পুরুষদের এমন কিছু গুণের কথা বর্ণনা করেছেন, যা নারীদের বিশেষ পছন্দ।

চাণক্যর মতে, যে সব পুরুষদের ভেতর এই বিশেষ গুণ রয়েছে, তাঁদের প্রতি নারীরা বেশি আকর্ষণ অনুভব করে।

চাণক্যর মতে, নারীদের বিশ্বাসী, শান্ত ও বুঝদার, ভাল আচরণ করা পুরুষদের বেশি পছন্দ।

এর পাশাপাশি যদি কোনও পুরুষ ভাল শ্রোতা হন তাহলে তো এই গুণ নারীদের বেশ আকর্ষণ করে। কারণ নারীরা চান তাঁদের সব কথা পুরুষেরা শুনুক।

আসলে মহিলারা চান যে তাঁদের জীবনসঙ্গী ভাল শ্রোতা হোক, যে শুধু ভাল কথা বলবে তাই নয় বরং নারীর মনের কথাও বুঝতে পারে। 

চাণক্য মতে, ধনী হওয়ার পাশাপাশি যে সব ব্যক্তিদের ব্যবহার ভাল হয়, তাঁদের নারীরা বেশি পছন্দ করে।

আচার্য চাণক্যর মতে, নারীরা যখন তাঁদের সঙ্গী নির্বাচন করে তখন তাঁরা পুরুষদের মনের সৌন্দর্য্য পরখ করেন।

আচার্য চাণক্য বলেছেন, যে পুরুষ নির্ভরযোগ্য ও পরিশ্রমী মনোভাবের হয়ে থাকে, তাঁরাই নারীদের নিজের দিকে আকর্ষণ করে।

চাণক্য মতে, শান্ত স্বভাব ও বুঝদার পুরুষই নারীমনকে জয় করতে পারে। এঁদের এই গুণই সবচেয়ে বেশি আকর্ষিত করে।