BY- Aajtak Bangla
সৎ সঙ্গে স্বর্গ বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই প্রবাদ সকলেরই জানা।
আসলে ইতিবাচক সঙ্গ পেলে তা আপনার জীবন বদলে দিতে পারে।
অন্যদিকে খারাপ মানুষের সঙ্গ আপনার জীবনে দুঃখের কালো মেঘ আনবে।
তাই সঠিক সঙ্গ নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। জীবনে এই পাঁচ ধরণের লোক সর্বদা এড়িয়ে চলুন:
নেতিবাচক: যাঁরা খালি হতাশা, নেতিবাচক কথা বলতে থাকেন, তাঁদের এড়িয়ে চলুন।
সুবিধাবাদী: যারা নিজেদের দায়িত্ব, কাজের জন্য বারবার আপনার সাহায্য নেয়, তাদের এড়িয়ে চলুন।
ড্রামাবাজ: যারা সামান্য় ঘটনা নিয়ে অতিরঞ্জিত প্রতিক্রিয়া দেয়, তাঁদের আশেপাশে থাকবেন না।
আপনাকে ছোট করেন: যারা আপনার কাজ এবং লক্ষ্যকে নিয়ে মজা করে, তাদের সঙ্গে কথা বলবেন না।
যাদের প্রভাবে আপনার এনার্জি কমে: যে ব্যক্তিদের সঙ্গে কথা বললেই আপনার ক্লান্তি, বিষাদ এসে যায়, তাদের এড়িয়ে চলুন।