30th December, 2024
BY- Aajtak Bangla
আচার্য চাণক্য যেমন জীবন সম্পর্কে অনেক কিছু বলে গিয়েছেন তেমনি বিয়ে নিয়েও অনেক কিছু বলেছেন যা আজকের যুগে খুবই প্রাসঙ্গিক।
আচার্য চাণক্যর মতে, একজন বিবাহিত ব্যক্তির সবসময় বাইরের লোকেদের কাছ থেকে কিছু কথা গোপনেই রাখা উচিত।
বিবাহিত ব্যক্তি যদি এই ভুলগুলো করে থাকেন তাহলে তাঁরা জীবনে বড়সড় লোকসানের মুখে পড়তে পারেন।
চাণক্য অনুসারে এই ভুল করলে শুধু সেই ব্যক্তি সমস্যায় পড়ে তাই নয়, সমাজে সেই ব্যক্তির মান-সম্মানও নষ্ট হয়।
আচার্য চাণক্যর মতে, বিবাহিত পুরুষদের কখনও নিজের স্ত্রীর অভিযোগ বা বদনাম অন্যের কাছে করতে নেই।
চাণক্য বলছেন, ব্যক্তি যদি এরকম করে তাহলে সেই ব্যক্তি ও তাঁর স্ত্রী বাইরের লোকের কাছে হাসির খোরাকে পরিণত হয়।
ঘরের সমস্যার কথা কখনই বাইরের লোকের কাছে বলা ঠিক নয়। বাড়িতে ঝগড়া-ঝামেলা খুবই সাধারণ বিষয়, তা বাইরের লোক জানলে আপনার দুর্বলতাই সামনে আসবে।
নিজের সমস্যার কথা বাইরে বলে সেই ব্যক্তির নিজের অসহায়তা প্রমাণ করার দরকার নেই।
যদি আপনি এরকম করে থাকেন তাহলে অন্যেরা আপনার পরিস্থিতির সুযোগ নিতে পারে। আপনার লোকসান হতে পারে।