BY- Aajtak Bangla

'মহাপাপ'-এর সমান, কোন ভুলের কথা বলেছেন চাণক্য?

28 June, 2025

আচার্য চাণক্য ভারতে মহান বিচারকদের মধ্যে অন্যতম। তিনি নিজের নীতিশাস্ত্রের মাধ্যমে মানব জীবনের প্রত্যেক বিষয় সমাধান করেছেন।

তিনি চাণক্য নীতিতে মহাপাপের কথা উল্লেখ করেছেন, যা কোনও ব্যক্তি করলে না সমাজ তাঁকে ক্ষমা করে না ঈশ্বর।

চাণক্য নীতি অনুসারে, মা-বাবা ঈশ্বরের স্বরূপ আর মা-বাবাকে অশালীন শব্দ বলা মহাপাপের সমান। যার কোনও ক্ষমা নেই।

চাণক্য অনুসারে, ব্যক্তি অন্যের মনে আঘাত দিয়ে থাকে তাঁর ভাষা ও শব্দের মাধ্যমেই।

চাণক্য বলছেন, রাগের মাথায় ব্যক্তি তাঁর মা-বাবাকে খারাপ কথা বলেন, যা সরাসরি তাঁদের মনকে ব্যথিত করে।

এরকম শব্দ শোনার পর মা-বাবা সন্তানকে ক্ষমা করে দিলেও ঈশ্বর এরকম ব্যক্তিকে কখনও ক্ষমা করতে পারেন না।

চাণক্য বলেন, এরকম লোক জীবনভর পশ্চাতাপ করতে থাকেন, তাও এরা সারাজীবনেও এই পাপ থেকে মুক্তি পেতে পারেন না। 

চাণক্য বলছেন, কখনও নিজের বলা শব্দের মাধ্যমে বা আচরণে কারোর মনে আঘাত দেবেনা না। নয়তো এই পাপের শাস্তি ভয়াবহ হয়ে থাকে।