15 AUGUST 2024
BY- Aajtak Bangla
আচার্য চাণক্য নীতিশাস্ত্রে এমন তিন ব্যক্তির বর্ণনা দিয়েছেন যারা আপনাকে সফল হতে দেয় না।
আচার্য চাণক্যের মতে, এই লোকদের সঙ্গে থাকা উচিত নয়। এই মানুষদের থেকে নিজেকে দূরে থাকাই ভাল।
আচার্য চাণক্য বলেছেন, কোনো মানুষই কখনো মূর্খ মানুষের সঙ্গে থাকা উচিত নয়।
আচার্য চাণক্যও সেই সমস্ত লোকদেরকে মূর্খ বলে অভিহিত করেছেন। যারা নিজেদেরকে অন্যের থেকে শ্রেষ্ঠ মনে করেন।
আপনি যদি এমন মানুষের সঙ্গে থাকেন তবে তাদের সঙ্গ ছেড়ে দিন। অন্যথায় ভবিষ্যতে আপনার বড় ক্ষতি হতে পারে।
এরা শুধু আপনার সময় নষ্ট করে। তাদের নেওয়া ভুল সিদ্ধান্ত আপনাকেও প্রভাবিত করতে পারে।
আচার্য চাণক্য বলেন, যদি কোনো ব্যক্তির সব কিছুতে দোষ খোঁজার বা কান্নাকাটি করার অভ্যাস থাকে, তাহলে তাঁর সঙ্গে অবিলম্বে যোগাযোগ বন্ধ করুন।
আচার্য চাণক্য বলেছেন যে এই জাতীয় লোকদের সঙ্গে আপনিও অল্প সময়ের মধ্যে নেতিবাচক চিন্তাভাবনা শুরু করেন।
সেই সব মেয়েদের থেকে নিজেকে দূরে রাখাই ভাল। যারা আপনাকে অন্য সবার উপরে মনে করে। কারণ তাদের মিথ্যা ও কটু কথা বিষের মত।