BY- Aajtak Bangla
14 May, 2024
আচার্য চাণক্য নিজের নীতিশাস্ত্রে ধন, সফলতা, বিয়ে, মিত্রতা, শত্রুতা ও ব্যবসা নিয়ে একাধিক নীতি বলে গিয়েছেন।
এইসব বিষয়গুলি মেনে চললে জীবন খুবই ভাল চলে এবং কোনও সমস্যা আপনাকে ঘিরে ধরে না।
সেরকম দাম্পত্য জীবন নিয়েও চাণক্য অনেক কিছু বলেছেন, যা মেনে চললে জীবন অনেক সুন্দর হবে।
তবে বউকে ভুলেও এই কথাগুলো না বলার পরামর্শ দিয়েছেন চাণক্য। এই কথাগুলো পরে আপনার বিরুদ্ধেই ব্যবহার হতে পারে।
নীতিশাস্ত্রে বলা হয়েছে নিজের দুর্বলতা কখনও জীবনসঙ্গীর সঙ্গে শেয়ার করবেন না। স্বামী-স্ত্রী দুজনেই এটা লুকিয়ে রাখুন।
আচার্য চাণক্য বলেছেন নিজের অপমানের কথা কখনও স্ত্রীর কাছে প্রকাশ করবেন না। কারণ কখনও কোনও ঝগড়া হলে সেই অপমানের কথা তুলে আপনাকে খারাপ কথা বলতে পারেন।
কোথায় কী দান করছেন তা সবসময় গোপনে থাকাই ভাল। আচার্য চাণক্যর মত, স্ত্রীকে দানের কথা বললে তা অনেক সময়ই স্বামী-স্ত্রীর ঝগড়ার কারণ হতে পারে।
আপনি কত বেতন পাচ্ছেন সেটাও বউয়ের কাছে গোপন রাখুন। কারণ স্ত্রী স্বামীর বেতন জানতে পারলে স্বামীকে খরচ করা থেকে আটকাবে।