23January, 2024

BY- Aajtak Bangla

বুক ফাটলেও মুখ ফোটে না, যে ৩ কারণে পুরুষদের থেকে এগিয়ে মহিলারা

আচার্য চাণক্য তাঁর নীতিশাস্ত্র গ্রন্থে জীবনের সমস্ত দিক বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। চাণক্য শ্লোকের মাধ্যমে সুখ-দুঃখ, ধর্ম, অগ্রগতি, কর্মজীবন ও আকাঙ্ক্ষার কথা বলেছেন। 

নারীদের কিছু বিষয়ে পুরুষের চেয়ে বেশি আকাঙ্ক্ষা থাকে।

চাণক্য বলেছেন মহিলারা খাবারের চাহিদা পুরুষের চেয়ে দ্বিগুণ। বুদ্ধিমত্তা চারগুণ, সাহস ছয়গুণ এবং যৌন ইচ্ছা আটগুণ।

একজন মহিলার একজন পুরুষের চেয়ে বেশি খাবারের প্রয়োজন কারণ তাকে একজন পুরুষের চেয়ে বেশি শারীরিক পরিশ্রম করতে হয়। 

আবেগপ্রবণ হওয়ায় একজন নারীর উচ্চ মাত্রার সাহস থাকাটাই স্বাভাবিক। স্ত্রী পশু-পাখিদের মধ্যেও দেখা গেছে যে, তাদের সন্তানদের রক্ষা করার জন্য তারা তাদের চেয়ে বহুগুণ শক্তিশালী কারো সামনে যুদ্ধ করে মরতে প্রস্তুত থাকে।

একজন নারীর মধ্যে ঘটা পরিবর্তনগুলিও এই চাহিদাকে সামনে নিয়ে আসে। তাদের যৌন ইচ্ছেও বেশি থাকে।

এই সময় তাদের শরীরে পরিবর্তন দেখা গেলেও মনে অশান্তি লেগেই থাকে। 

তাই কৈশোরে সন্তানকে মানুষ করা সবথেকে কছিন কাজ। তাদের স্বাধীনতা দিন। তবে ঠিক-ভুলের দিকেও নজর দিন। মাঝেমধ্যে বুক ফাটলেও মুখ যেন না ফোটে।