BY- Aajtak Bangla

চাণক্যের এই টিপস মানলেই আপনার সন্তান সাফল্যের চূড়ায় উঠবে, জানুন

23 FEBRUARY, 2024

মহাপণ্ডিত ছিলেন চাণক্য। কূটনীতিতে তাঁর ছিল পারদর্শিতা। এ জন্য তিনি  কৌটিল্য নামেও পরিচিত ছিলেন।

চাণক্যের নানা উপদেশ আমাদের জীবনকে সমৃদ্ধ করেছে। এর মধ্যে ছাত্রদের জন্যও বিশেষ কিছু পরামর্শ দিয়েছেন তিনি।

পড়ুয়াদের জন্য চাণক্যের পরামর্শ, মন দিয়ে পড়াশোনা করতে হবে। 

ছাত্রজীবনে আলস্য ত্যাগ করতে হবে। লক্ষ্যে স্থির রেখে চলতে হবে। 

চাণক্যের পরামর্শ, সময় মেনে চলো। সময়জ্ঞান থাকতে হবে। নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে হবে।  

খারাপ সঙ্গ এড়ানোর পরামর্শ দিয়েছেন চাণক্য। বন্ধু নির্বাচনে সতর্ক হওয়া জরুরি। 

পড়ুয়াদের নিয়মানুবর্তিতা মেনে চলতে হবে। তা হল সাফল্য আসবে।  

 ছাত্রজীবনে কোনও রকম নেশা করা চলবে না। কোনও কিছুতে আসক্ত হয়ে পড়লে  সাফল্যে বাধা তৈরি হতে পারে।