BY- Aajtak Bangla
19 SEPTEMBER, 2024
আচার্য চাণক্য নিজের নীতিতে জীবনের সম্পর্কিত প্রতিটি বিষয়ে খোলাখুলিভাবে নিজের মতামত প্রকাশ করেছেন।
চাণক্যের কথা আজও মানুষকে নানা সমস্যা থেকে বাঁচায়।
চাণক্য নিজের নীতিতে শুধু কেরিয়ার সংক্রান্ত শিক্ষাই দেননি, জীবনের শিক্ষাও দিয়েছেন।
আচার্য চাণক্য পুরুষদের এমন গুণের বর্ণনা করেছেন যা নারীকে তাঁদের প্রতি বেশি আকৃষ্ট করে।
জেনে নেওয়া যাক আচার্য চাণক্যের মতে নারীরা কেমন পুরুষ পছন্দ করেন।
সৎ চরিত্র-সৎ পুরুষ স্ত্রী বা বান্ধবীর কাছ থেকে কিছু গোপন করেন না। খুব শান্ত এবং সরল প্রকৃতির হন। এই ধরনের পুরুষদের মহিলারা বেশি পছন্দ করেন।
শান্তভাবে শোনে- মনোযোগ দিয়ে শোনে এমন পুরুষ পছন্দ করেন নারীরা। ছোট ছোট জিনিসও যেন শোনে পুরুষ।
সমৃদ্ধ ব্যক্তিত্ব- ও ব্যক্তিত্ববান পুরুষ পছন্দ নারীর। চেহারার চেয়ে তার চরিত্রের দিকে বেশি মনোযোগ দেন।
পরিশ্রমী- পরিশ্রমী পুরুষের কাছে নিজের হৃদয় হারান মেয়েরা।
শান্ত-এমন পুরুষদের প্রতি খুব আকৃষ্ট নারীরা যাঁরা সহজ-সরল। শান্ত প্রকৃতির ও কথাবার্তা কোমল, এমন পুরুষ পছন্দ নারীর।