16 April, 2024

BY- Aajtak Bangla

দেবতা নয়, এঁর পুজো করুন, সাফল্যের পথে সব বাধা আটকাবে; বলছেন চাণক্য

আচার্য চাণক্যের নীতি সকলকে পথ দেখায়। তাঁর নীতির ভিত্তিতে একজন সাধারণ মানুষ চন্দ্রগুপ্তকে রাজা করেছিলেন তিনি। আজও মানুষ তার নীতি অনুসরণ করে।

চাণক্য বলেন, এই পৃথিবীতে দেবতাদের চেয়েও মূল্যবান কিছু আছে। কার আশীর্বাদ পাওয়া খুব বিরল। জানুন আচার্য চাণক্য কী কথা বলছেন।

তিনি তাঁর নীতিতে বলেছেন, কাউকে জলদান সবথেকে বড় দান। যাকে দান নয় বরং মহাদান বলা হয়। 

আচার্য চাণক্য তার নীতিতে সবচেয়ে মূল্যবান কথা বলেছেন। এতে তিনি বলেছেন, জীবনে মায়ের অবস্থান দেবতাদের চেয়েও বড়। 

চাণক্য মাকে জীবনের সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন। তিনি তাঁর মা সম্পর্কে বলেছিলেন যে সারা বিশ্বের কোন দেবতা তার সঙ্গে মিলিত হতে পারে না। তাই এই পৃথিবীতে মায়ের সেবার চেয়ে বড় কিছু নেই।

জীবনে সফল হতে হলে মায়ের সেবা ও আশীর্বাদ সবচেয়ে জরুরি। 

যারা মায়ের সেবা করে তারাই শ্রেষ্ঠ। দেবতারাও তাদের আশীর্বাদ করেন। তাই জীবনে কখনওই মায়ের মনে আঘাত করা উচিত নয়।