10 MARCH 2025

BY- Aajtak Bangla

দোলে চন্দ্রগ্রহণ, তবে কি ন্যাড়া পোড়াতেই লাগবে সূতক কাল? 

রঙের উৎসব হোলি পালিত হবে এ বছর ১৪ মার্চ। বছরের প্রথম চন্দ্রগ্রহণও ঘটতে চলেছে এই দিনে। তবে এবছর হোলি উৎসব নিয়ে বেশ চিন্তিত মানুষ।

হোলির দিন সকালে যদি চন্দ্রগ্রহণ হয়, তাহলে তার সূতক সময়ও হবে ৯ ঘণ্টা আগে অর্থাৎ হোলিকা দহনের রাত। অনেকে একে ন্যাড়া পোড়া বলে।

তারা কীভাবে হোলি উৎসব পালন করবে? জানুন হোলির দিনে চন্দ্রগ্রহণ ও সূতক সময়ের ব্যাপারটা কী।

সূর্যগ্রহণ কখন ঘটবে? ভারতীয় সময় অনুযায়ী, ১৪ মার্চ সকাল ৯টা ২৭ মিনিট থেকে বিকেল সাড়ে ৬টা পর্যন্ত চন্দ্রগ্রহণ চলবে। সূর্যগ্রহণের সময়কাল হবে ৬ ঘণ্টা ৩ মিনিট।

ভারতে কী চন্দ্রগ্রহণ দেখা যাবে? না, ভারতে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে না। তাই হোলি উৎসবে এর কোনও প্রভাব পড়বে না।

সূতক সময়কাল চন্দ্রগ্রহণের সূতক সময় শুরু হয় চন্দ্রগ্রহণের ৯ ঘণ্টা আগে। যেহেতু এই চন্দ্রগ্রহণ ভারতে দেখা যাবে না, তাই এর সূতক সময়ও এখানে বৈধ নয়।

সূতক কালে নিষিদ্ধ কাজ চন্দ্রগ্রহণের সময় দেব-দেবীর মূর্তি স্পর্শ করা নিষিদ্ধ। গর্ভবতী মহিলাদের ছুরি, কাঁচি এবং ধারালো জিনিস ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়।